শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলার বাস-ট্রাক সহ বিভিন্ন পরিবহনে চালকের পরিবর্তে হেলপার বসায় ঘটছে দুর্ঘটনা। অথছ সেগুলো যেন দেখার কেউ নেই।
বুধবার সকাল ৮টার দিকে একটি ট্রাক হেলপার রাজু শহরের জগন্নাথাড়ার অপ্রশস্ত সড়কে প্রবেশ করিয়ে দুটি বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলে। এ ঘটনায় এলাকাবাসী ট্রাকটি আটক করে।
হেলপার রাজু জানায়, ড্রাইভার তাকে ট্রাকটি মহাজনের ঘরের সামনে লাগাতে বলেছিল। তাই সে অপরিচিত রাস্তায় ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
শুধু রাজুই নয় এ রকম আরও ট্রাকের হেলপার এমনকি বাসের হেলপারও বসছে চালকের আসনে। ঘটছে প্রাণহানি সহ নানা দুর্ঘটনা। হচ্ছে জানমালের তি। অথছ এগুলো যাদের দেখার কথা তারা যেন নাক ডেকে ঘুমাচ্ছে।
Check Also
শেরপুরে গ্যাস ট্যাবলেট পানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় পরিবারের উপর অভিমান করে জিসান (২২) ও ফারজানা …