শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলার জয়লা জুয়ান ডিগ্রি কলেজ প্রাঙ্গনে শুক্রবার বিকালে ইউনিভার্সিটি ষ্টুডেন্টস এসোসিয়েশন ফর ওয়েলফেয়ার (উষা) এর আয়োজনে ঈদ পুর্নমিলনী, বৃত্তিপ্রদান ও কৃতি-গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সুঘাট ইউনিয়ন ভিত্তিক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও সাবেক ছাত্রদের এই সংগঠনের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর উপাচার্য ড. আলী আকবর।অনুষ্ঠানে উদ্বোধন করেন সুঘাট ইউপি চেয়ারম্যান মো. আবু সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক মো. আব্দুর রউফ খান, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ. আ.লীগ নেতা শাহাদত হোসেন টুকু, মনিরুজ্জামান জিন্নাহ, সাবেক প্রধান শিক আব্দুলাহ আল কাফি, আশরাফুল আলম আইয়ুব খান, টিএম গফুর, আব্দুল কাদের সরকার, ডা. জাহিদুল ইসলাম, মোস্তফা কামাল, আবু রায়হান,আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাবিবর রহমান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ক্রেষ্ট ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে বৃত্তি প্রাপ্ত ও কৃতি গুণীজনদের মাঝে উপহার তুলে দেয়া হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Check Also
শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে পুকুরে পানিতে ডুবে আবির হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার …