সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

শেরপুর নিউজ ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি এবার এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তেলবাহী একটি ট্যাংকারে আগুন ধরেছে। আজ শনিবার বিবিসি ও সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় তারা মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটিতে হামলা চালিয়েছে। ব্রিটিশ এ জাহাজের অপারেটর জানিয়েছে, এডেন উপসাগরে জাহাজটি একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এতে কার্গো ট্যাংকে আগুন ধরেছে। আগুন নেভাতে নির্বাপক যন্ত্র মোতায়েন করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা সিবিএসকে জানিয়েছে, ট্যাংকারটিতে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করে এবং জাহাজটির বিপদে পড়ার সংকেত পেয়ে নৌবাহিনীর একটি জাহাজ সাহায্য করতে এগিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ সরকার এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স বা ইউকেএমটিও বলেছে, ইয়েমেনের এডেন শহর থেকে ৬০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ব্রিটিশ তেল ট্যাংকারে শুক্রবারের হামলাটি হয়। এডেন উপসাগর দিয়ে চলাচলকারী সব জাহাজকে সাবধানে চলাচল করার আহ্বান জানিয়েছে ইউকেএমটিও।

Check Also

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের আশঙ্কা

  শেরপুর নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের আশঙ্কা বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us