শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয়, তাহলে সেটি দুঃখজনক এবং জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৫ মে) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে জনগণ তা মেনে নেবে না। আজকে সরকার পরিচালনা করছেন যারা, তারা নানাভাবে বিভাজন করছেন। প্রশাসনের নানা ক্ষেত্রে তাদের বিতর্কিত ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতি চলতে থাকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসররা বিএনপিকে দমনে আরও মরিয়া হয়ে উঠবে।’
নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি তুলেছে বিএনপি। এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা কি মহাপাপ? তাদের (উপদেষ্টা পরিষদ) কথা শুনে মনে হচ্ছে, তারা বিভিন্ন মানুষকে প্রভোক (প্রভাবিত) করার চেষ্টা করছে। কিন্তু কেন?’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিগত ১৫ বছরের আন্দোলন-সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানে অনুপ্রেরণা জুগিয়েছে নজরুলের সৃষ্টি।’ আগামীতে ন্যায্য দাবি আদায়ে নজরুল প্রাসঙ্গিক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।



Users Today : 86
Users Yesterday : 150
Users Last 7 days : 2682
Users Last 30 days : 4739
Users This Month : 2311
Users This Year : 33719
Total Users : 508967
Views Today : 137
Views Yesterday : 282
Views Last 7 days : 3497
Views Last 30 days : 7770
Views This Month : 3011
Views This Year : 100333
Total views : 768541
Who's Online : 1