শেরপুর নিউজ ডেস্ক: আকরিক লোহার সরবরাহ মূল্য আরও হ্রাস পেয়েছে। সোমবার (২৪ জুন) গুরুত্বপূর্ণ ধাতুটির দাম গত ২ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, নির্মাণ খাতের অপরিহার্য ধাতু ইস্পাত তৈরির মূল উপকরণ আকরিক লোহা। বিশ্বের শীর্ষ ভোক্তা চীনে যার চাহিদা দুর্বল হয়েছে। পাশাপাশি প্রধান আন্তর্জাতিক মুদ্রা মার্কিন ডলারের দাম বেড়েছে। ফলে লৌহ আকরিকের দর কমেছে।
আলোচ্য কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ৩ দশমিক ১১ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম স্থির হয়েছে ৭৯৫ দশমিক ৫ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১০৯ ডলার ৫৫ সেন্ট। গত ৯ এপ্রিলের পর তা সর্বনিম্ন।
একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে বেঞ্চমার্ক লৌহ আকরিকের আগামী জুলাইয়ের সরবরাহ ম্ল্যূ নিম্নমুখী হয়েছে ২ দশমিক ৩৩ শতাংশ। মেট্রিক টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১০২ ডলার ৫৫ সেন্টে। গত ৮ এপ্রিলের পর যা সবচেয়ে কম।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এভারব্রাইট ফিউচার্সের বিশ্লেষকরা বলেন, চীনের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে নানা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাতে কিছু নির্মাণ সাইটে কার্যক্রম সাময়িক স্থগিত হয়ে পড়েছে। ফলে আকরিক লোহার দরপতন ঘটেছে।

Users Today : 62
Users Yesterday : 291
Users Last 7 days : 1311
Users Last 30 days : 6110
Users This Month : 4384
Users This Year : 35792
Total Users : 511040
Views Today : 104
Views Yesterday : 437
Views Last 7 days : 2194
Views Last 30 days : 9448
Views This Month : 6525
Views This Year : 103847
Total views : 772055
Who's Online : 2