Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

ইস্তাম্বুলে এরদোয়ানের সঙ্গে সিরিয়ার আল-শারার বৈঠক

শেরপুর নিউজ ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান শনিবার (২৪ মড) ইস্তাম্বুলে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। সংবাদ চ্যানেল সিএনএন তুর্ক এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ জারি করার একদিন পরই আল-শারার এই সফর অনুষ্ঠিত হলো।

তুর্কি টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তুরস্কের বৃহত্তম শহর বসফরাস প্রণালীর তীরে অবস্থিত ডলমাবাহচে প্রাসাদে গাড়ি থেকে বের হওয়ার সময় এরদোগান শারা’র সাথে করমর্দন করছেন।

আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নিয়েছেন। পাশাপাশি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এবং তুর্কি এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের প্রতিনিধিদলের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরাও ছিলেন।

এর আগে তুরস্কের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছিল, এমআইটি প্রধান ইব্রাহিম কালিন এবং শারা এই সপ্তাহে সিরিয়ায় সিরিয়ার কুর্দিশ ওয়াইপিজি গোষ্ঠীর অস্ত্র ত্যাগ এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনীতে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us