Bogura Sherpur Online News Paper

বিনোদন

আমি শাকিব খানের মতো হতে চাই : ভাবনা

শেরপুর নিউজ ডেস্ক: সদ্য শেষ হওয়া মেরিল-প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠানে চলচ্চিত্রের বিশেষ অবদান এবং দাপটের সঙ্গে ২৫ বছর পার করার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজের ক্যারিয়ারের শুরু থেকে ২৫ বছরের জার্নি নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দেন এই চিত্রনায়ক। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শোবিজাঙ্গনের প্রায় সবাই তাকে তার অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে সাধুবাদ জানান এবং নিজেদের অনুভূতি শেয়ার করেন। বাদ যাননি অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

এক ফেসবুক স্ট্যাটাসে নিজের দুটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার থেকে আসার পথে নিজের এই ছবিটা নিজেই তুললাম, মনে মনে অনেক কিছু ঠিক করার পর মনে হলো এই মুহূর্তের ছবি তুলে রাখি। আজকের (গতকালের) অনুষ্ঠানের মূল আকর্ষণ শাকিব খান। তার ক‍্যারিয়ারের ২৫ বছর পূর্তি। কী বিশাল আনন্দের কথা। ২৫ বছর। শেষ পুরস্কারটি ছিল সেরা অভিনেতার, শাকিব খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার এবং তিনি স্টেজে যে কথাগুলো বললেন, তা হাঁ করে শুনছিলাম আমি।’

এরপর শাকিব খানকে উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘কত তাচ্ছিল্যে, কত অপমান, কত কষ্ট সহ‍্য করে আজকের এই জায়গায় তিনি। তিনি বললেন, ‘পাশের মানুষরাই নাকি বলেছিলেন আরে তুমি এখন ডেড হর্স।’ আসলে একজন শিল্পী ভীষণ একা। কারণ শিল্পী তার দর্শকের কথা ভেবে কাজ করে যান আর শাকিব খানের মতো মেগাস্টার হতে হলে অনেক ধৈয‍্য, অনেক সাধনার প্রয়োজন।’

অভিনেত্রী নিজেও শাকিব খানের মতো হতে চান জানিয়ে ভাবনা আরো লেখেন, ‘শাকিব খান, আপনার কাছ থেকে আমি আজকে অনেক অনুপ্রেরণা নিয়ে ফিরলাম। একজন অভিনেতা শাকিব খান আমাকে মুগ্ধ করেছে আরো একবার।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us