Home / বগুড়ার খবর / আদমদীঘিতে ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আদমদীঘিতে ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

 

 

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : আদমদীঘিতে ছাদেকুন্নাহার ওরফে স্বর্ণা (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আদমদীঘি উপজেলার বিহিগ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটায়। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রামের আতোয়ার রহমানের মেয়ে। ছাদেকুন্নাহার ওরফে স্বর্ণা হাজি তাছের আহমেদ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয়রা জানান, ছাদেকুন্নাহার স্বর্ণাকে ৮ মাস আগে বিয়ে দেয়া হয়।  সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের খাবার খেয়ে বাবার বাড়ি বিহিগ্রামে ঘরে শুয়েছিল। এরই মধ্যে কোন এক সময় ফাঁস দেয়। বিকেল ৩টায় তার মা ডাকতে গিয়ে দেখেন ঘরের তীরের সাথে ওড়নার ফাঁস দিয়েছে। তার চিৎকারে প্রতিবেশিরা ঝুলন্ত কলেজ ছাত্রীকে নামিয়ে দেখেন সে মারা গেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Check Also

শেরপুরে প্রতারণা করে ৩৯৮ বস্তা আটা আত্মসাতের চেষ্টা আটাসহ ট্রাক উদ্ধার

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে ৩৯৮ বস্তা আটা ও একটি ট্রাক আত্মসাৎ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + one =

Contact Us