সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / পাওনা টাকা চাইতে গিয়ে ‘বন্ধুর হাতে’ প্রাণ বন্ধু খুন

পাওনা টাকা চাইতে গিয়ে ‘বন্ধুর হাতে’ প্রাণ বন্ধু খুন

শেরপুর নিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে নির্মাণশ্রমিকের সারোয়ার হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর পাগাড় (নরেন্দ্র) মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সারোয়ার হোসেন গাইবান্ধা সদর উপজেলার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি টঙ্গীর পাগাড় এলাকার সোহেলের বাসায় ভাড়া থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক (২৯) পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রুম্মান নিহতের বন্ধুদের বরাত দিয়ে জানান, প্রায় ৪-৫ মাস আগে সারোয়ারের কাছ থেকে তার বন্ধু ওমর ফারুক এক হাজার টাকা ধার (ঋণ) নেন। কিছুদিন পর টাকা ফেরত দেওয়ার কথা বললে না দেওয়ায় বিভিন্ন সময় ওমর ফারুকের কাছে টাকা ফেরত চাইতে থাকে সারোয়ার। বুধবার রাতেও টাকা ফেরত চাইলে সারোয়ারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ওমর ফারুক পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, ‘সারোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের বুকে, পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’

ওসি ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

সুন্দরবনে আবারও বেপরোয়া হয়ে উঠছে বনদস্যুরা

  শেরপুর নিউজ ডেস্ক: পূর্ব ও পশ্চিম সুন্দরবনে আবারও কয়েকটি বনদস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 2 =

Contact Us