Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

রাশিয়ার অত্যাধুনিক ‘সু-৩৫’ যুদ্ধবিমান কিনল ইরান

শেরপুর নিউজ ডেস্ক:

সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য রাশিয়ার কাছ থেকে সুখোই সু-৩৫ মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনেছে ইরান। খাতাম-ওল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর আলী শাদমানি সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

তবে যুদ্ধবিমানগুলো ইরানকে সরবরাহ করা হয়েছে কি না, তা স্পষ্ট করেননি শাদমানি। তিনি বলেন, সামরিক সরঞ্জামের উত্পাদন বেড়েছে। পুরানো সিস্টেমগুলো অবসরে পাঠানো হচ্ছে এবং আধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো সেখানে প্রতিস্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, যখনই প্রয়োজন হবে, আমরা আমাদের বিমান, স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য সামরিক সিস্টেম ক্রয় করি।

এর আগে ২০২৩ সালে রাশিয়া থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান কেনার ঘোষণা দেয় ইরান। চলতি মাসের শুরুর দিকে ইরান ও রাশিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে। এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করেছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us