সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / আদমদীঘিতে ১৪ মামলার আসামী পিয়াস দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

আদমদীঘিতে ১৪ মামলার আসামী পিয়াস দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে ১৪টি মামলার আসামী পিয়াস মন্ডলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পিয়াস জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া পালপাড়ার মহির উদ্দিন মন্ডলের ছেলে। এসময় ডাকাতি প্রস্তুতির সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড় আখিড়া গ্রামের মোড়ে জনৈক দস্তগিরের ইটভাটা সংলগ্ন পাকা রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে বেশ কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পিয়াস মন্ডল নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় জয়পুরহাটের কাশিড়া কুমিরপুকুর এলাকার জহিরের ছেলে রবিউল (৩২) ও আদমদীঘির ছাতিয়ানগ্রামের রাকিবসহ (২৭) ডাকাতদলের আরো ৪-৫জন সদস্য পালিয়ে যায়। তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম ১টি লোহার ধারালো চাপাতি, ১টি বার্মিজ ফোল্ডিং চাকু, ১টি হাসুয়া, ৩টি লোহার রড, ৪টি কাঠের বাটাম ও ১টি রশি উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত পিয়াসের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত পিয়সকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Check Also

আদমদীঘিতে সাবেক এমপির ভাই আপন গ্রেফতার

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় বগুড়া-৩ আসনের সাবেক এমপি খান মুহাম্মদ সাইফুল্লাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =

Contact Us