সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনটে মুক্তিপণ দিয়ে কলেজ ছাত্র উদ্ধার গ্রেপ্তার ১

ধুনটে মুক্তিপণ দিয়ে কলেজ ছাত্র উদ্ধার গ্রেপ্তার ১

 

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনটে মুক্তিপণের ৭ হাজার টাকা দিয়ে একঘণ্টা পর অপহৃত কলেজ ছাত্র স্বাধীন সরকারকে (১৯) আহত অবস্থায় উদ্ধারসহ ঘটনাস্থল থেকে শরিফ উদ্দিন (২০) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরিফ উদ্দিন উপজেলার ছোট চাপড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়কাটিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে চিকাশি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ছাত্র স্বাধীন সরকার গত সোমবার দুপুরে বাড়ি থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দুপুর ২টায় উপজেলার চিকাশি-সোনাহাটা সড়কের বড়চাপড়া কদমতলা এলাকায় পৌছে।

এসময় শরিফ ও তার লোকজন স্বাধীনকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে সোনাহাটা বাজার এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে অপহরণকারীরা সোনাহাটা গাক অফিসের চতুর্থ তলার একটি কক্ষে স্বাধীনকে আটক রেখে মুক্তিপণের টাকার জন্য মারপিট করে।

এ সময় অপহরণকারীরা স্বাধীনের বাবার মোবাইল ফোনে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ১৪ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তখন স্বাধীনের বাবা বিকাশ একাউন্টের মাধ্যমে অপহরণকারীদের ৭ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি থানায় অবগত করেন। সংবাদ পেয়ে বিকেল ৩ টায় পুলিশ ঘটনাস্থল থেকে স্বাধীনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

এছাড়া ওই সময় ঘটনাস্থল থেকে শরিফকে গ্রেপ্তার করে। এ ঘটনায় স্বাধীনের বাবা মিজানুর রহমান বাদি হয়ে সোমবার রাতে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় শরিফসহ ৭জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের পর শরিফকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Check Also

বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক: ৬টি প্যাভিলিয়ন ও ১০০টি ষ্টল নিয়ে বগুড়ায় মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =

Contact Us