সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

শেরপুর নিউজ ডেস্ক: ভারতীয় কোস্টগার্ড বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) গুজরাটের পোরবন্দরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এসব তথ্য জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ‘এএলএইচ ধ্রুব’ নামের হেলিকপ্টারটি গুজরাটের পোরবন্দরে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণে অংশ নিয়েছিল। প্রশিক্ষণ চলাকালেই সেটি দুর্ঘটনায় পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, তবে সেগুলোর সত্যতা যাচাই করা যায়নি। একটি ভিডিওতে দেখা গেছে, খোলা মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে।

এদিকে, এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নিয়ে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি। এছাড়া নিহতদের পরিচয়ও জানানো হয়নি।

হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের তৈরি এই হাল্কা ওজনের অত্যাধুনিক হেলিকপ্টার এএলএইচ ধ্রুব। টুইন ইঞ্জিনের হেলিকপ্টারটি সামরিক ও বাণিজ্যিক, দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ২০০২ সাল থেকে কোস্টগার্ড বাহিনী এই হেলিকপ্টার ব্যবহার করে।

পরিবহন, তল্লাশি অভিযান, উদ্ধার অভিযান, দুর্গম এলাকায় ত্রাণ, খাবার কিংবা চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার মতো কাজে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ভারতীয় নৌবাহিনী, আইএএফ, সেনাবাহিনী ও কোস্টগার্ডের মোট ৩২৫টিরও বেশি এএলএইচ হেলিকপ্টার রয়েছে।

Check Also

লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে যাওয়া স্থাপনার সংখ্যা ১০ হাজার!

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের তীব্রতা কিছুটা কমলেও প্যালিসেডস ফায়ার নতুন দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + ten =

Contact Us