Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

ক্লাব বিশ্বকাপ ফাইনালে ডোনাল্ড ট্রাম্পের কাণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি মানেই অন্য রকম খবরের নিশ্চয়তা! কাল ক্লাব বিশ্বকাপের ফাইনালেও অন্য রকম ঘটনা ঘটালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাঁকে দুয়ো পর্যন্ত শুনতে হলো মাঠে এসে।

ক্লাব বিশ্বকাপ ফাইনালে গত রাতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পিএসজি-চেলসি। পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন চেলসির উদযাপনে ‘কাবাব মে হাড্ডি’ হয়ে দাঁড়িয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্প। বিশ্বকাপের ট্রফি নিয়ে খেলোয়াড়দের উদযাপনের সময়ে সাধারণত আয়োজক বা পৃষ্ঠপোষকদের কেউ থাকেন না। খেলোয়াড়দের বাঁধভাঙা উচ্ছ্বাসে যেন বাধা না পড়ে, সে কারণেই অতিথিরা ট্রফি দিয়েই সরে আসেন। কাল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সরে এসেছিলেন। কিন্তু ট্রাম্প যে নাছোড়বান্দা। তিনি দাঁড়িয়ে থাকলেন বিজয়ী চেলসির মাঝেই! সামাজিক মাধ্যমে এই ঘটনা দ্রুত ভাইরাল হয়েছে।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে গত রাতে চেলসি-পিএসজি ফাইনাল নিয়ে দারুণ আয়োজন করা হয়েছিল। প্রথমার্ধ শেষে মঞ্চে পারফর্ম করেন মার্কিন র‍্যাপার দোজা ক্যাট ও কলম্বিয়ান গায়ক জে বালভিন। ফাইনাল ম্যাচে গ্যালারিতে ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশেই বসে ছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত অনুষ্ঠানের সময়ও ট্রাম্পকে দুয়োধ্বনি দিচ্ছিলেন দর্শকেরা। চেলসি-পিএসজি একতরফা ফাইনালে বিশেষ আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। মেটলাইফ স্টেডিয়ামে ফিফা সভাপতি ইনফান্তিনো বারবার মঞ্চ থেকে সরে দাঁড়ানোর ইশারা দিলেও ট্রাম্প চেলসির খেলোয়াড়দের উদযাপনের ভিড়ে ঠায় দাঁড়িয়ে ছিলেন ট্রাম্প।তাতে যেন ২০২৬ বিশ্বকাপের একটা ট্রেলারও দেখা হয়ে গেল। আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো মিলে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ।

 

ক্লাব বিশ্বকাপের ফাইনাল অবশ্য চেলসির জন্য পরম সৌভাগ্যের বিষয়। ২০১২, ২০২১, ২০২৫—এখন পর্যন্ত তিনবার তারা এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। তার মধ্যে ২০১২ সালেই শুধু রানার্সআপ হয়েছে। মেটলাইফ স্টেডিয়ামে গত রাতে পিএসজির বিপক্ষে তিনটি গোলই চেলসি দিয়েছে প্রথমার্ধে। পালমার করেছেন দুই গোল। অপর গোল করেছেন হোয়াও পেদ্রো। তাঁকে এবার ব্রাইটন ও হোভ অ্যালবিয়ন থেকে নিয়ে এসেছে চেলসি।

ট্রাম্পের গত রাতের ঘটনা দেখে অনেকের হয়তো ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের ঘটনা মনে পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তৎকালীন সভাপতি শারদ পাওয়ার অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। ট্রফি দেওয়ার পরও যখন শারদ সেখান থেকে যাচ্ছিলেন না, তখন তাঁকে (শারদ) ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন পন্টিং। সেবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us