Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রাজা সিনার

শেরপুর নিউজ ডেস্ক:

উইম্বলডন জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল কার্লোস আলকারাজের সামনে। তবে শেষ ধাপে খেই হারান এই স্প্যানিশ তারকা। এই সুযোগ কাজে লাগিয়েছেন ইয়ানিক সিনার। আলকারাজকে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন শিরোপা নিজের করে নিয়েছেন এই ইতালিয়ান।

এই জয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন সিনার। ইতিহাসে প্রথম ইতালিয়ান পুরুষ খেলোয়াড় হিসেবে উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ১৪৮ বছরের পুরোনো এই প্রতিযোগিতায় ইতালির শিরোপা-খরা কাটিয়েছেন সিনার। সেই সঙ্গে ফরাসি ওপেনের ঐতিহাসিক ফাইনালে আলকারাজারের কাছে হারের বদলাও নিলেন এই ইতালিয়ান।

টানা দুইবার উইম্বলডনের শিরোপা জিতেছিলেন আলকারাজ। তার সামনে সুযোগ ছিল হ্যাটট্রিক করার। তবে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে এই স্প্যানিশকে উড়িয়ে নিজের প্রথম উইম্বলডন শিরোপা নিজের করে নেন সিনার। উইম্বলডনসহ সর্বশেষ সাতটি গ্র্যান্ড স্লামের শিরোপা ভাগাভাগি করলেন আলকারাজ ও সিনার। ম্যাচ শেষে এই স্প্যানিশ তারকাকে ধন্যবাদ জানিয়ে সিনার বলেন, ‘খেলোয়াড় হিসেবে তুমি যেমন সেজন্য ধন্যবাদ। তোমার সঙ্গে খেলা অনেক কঠিন। তবে কোর্টের বাইরেও আমাদের খুব ভালো সম্পর্ক…তুমি এই ট্রফি অনেকবার উঁচিয়ে ধরবে।’

গ্যালারিতে পরিবারকে ধন্যবাদ জানিয়ে সিনার বলেন, ‘বাবা-মা, ভাই ও নিজের গোটা দলকে এখানে দেখাটা বিশেষ কিছু। ভাইকে বিশেষ ধন্যবাদ। এ সপ্তাহান্তে ফর্মুলা ওয়ান রেস নেই, সেজন্য এখানে এসেছে।’ সিনারের প্রশংসা করে আলকারাজ বলেন, ‘হারটা সব সময়ই কঠিন। কিন্তু সবার আগে সিনারকে ধন্যবাদ জানাতে হয়। ট্রফিটা তারই প্রাপ্য। দারুণ টেনিস খেলছে সে এবং সামনের দিনগুলোতেও অসাধারণ প্রতিদ্বন্দ্বী হবে।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us