Home / বিনোদন / বয়স জানালেন শোবিজ তারকা কুসুম শিকদার

বয়স জানালেন শোবিজ তারকা কুসুম শিকদার

শেরপুর নিউজ ডেস্ক:
এক সময়ের শোবিজের ব্যস্ত তারকা কুসুম শিকদার। ক্যারিয়ারে গহীনে শব্দ, লাল টিপ, শঙ্খচিলের মতো চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।

এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন কুসুম। ১১ অক্টোবর মুক্তি পেয়েছে তার পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘শরতের জবা’।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর দর্শকের সামনে এলেন কুসুম। নতুন করে তার সৌন্দর্য নিয়ে চর্চা হচ্ছে। তার চেহারায় নেই বয়সের ছাপ। তবে নিজের বয়স একদমই লুকাতে চান না এই সুন্দরী।

কুসুম বলেন, ‘নিজেকে নায়িকা, সেলিব্রিটি বা পাবলিক ফিগার হিসেবে দেখি না আমি। কাজের জন্য হয়তো পাঁচজন মানুষ আমাকে চেনেন। কোনো স্টারডম নিয়ে থাকতে হবে, কোনো এটিটিউড নিয়ে থাকতে হবে, এগুলো আমি বিশ্বাসই করি না।’

তিনি বলেন, এজন্য আমি কখনো বয়স লুকাই না। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আমার বয়স কত বলে দেই। সঙ্গে আরও একটি বিষয়ও বলি, আমার মনের বয়স কত। আমার মনের বয়স কখনোই ১৮ এর বেশি না; এই মুহূর্তেও আমার মনের বয়স ১৮। কুসুম বলেন, আমার জন্ম ৮১ সালে (১৯৮১)। আমার পাসপোর্টে বা সার্টিফিকেটে আছে ৮৩। এখন আমার বয়স ৪৩ এর বেশি।

Check Also

বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন শাওন

শেরপুর নিউজ ডেস্ক: বাঙালির মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 6 =

Contact Us