Bogura Sherpur Online News Paper

দেশের খবর

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম

 

শেরপুর নিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের নিকলীর গুরুইয়ের শতবর্ষী বীর নারী মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ জুন) ভোরে বাজিতপুরের বরমাইপাড়ার এক আত্মীয়র বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। গুরুই ঈদগাহ মাঠে বিকেলে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসন এ বীর নারী মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

সখিনা বেগমের ভাগ্নে নিকলীর গুরুই পশ্চিমপাড়ার মোখলেছুর রহমান জানান, সখিনা বেগমের জন্ম গুরুই গ্রামে। তার বাবার নাম সোনাফর মিয়া, মায়ের নাম দুঃখী বিবি। স্বামী একই গ্রামের কিতাব আলী মুক্তিযুদ্ধের আগেই মারা যান। নিঃসন্তান সখিনা বেগম বসবাস করতেন বাজিতপুরের বরমাইপাড়ার এক আত্মীয়র বাড়িতে।

বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার ওই বাড়িতেই তিনি মারা যান। পরে তার মরদেহ গুরুই গ্রামে এনে দাফন করা হয়।
প্রসঙ্গত, সখিনা বেগম মুক্তিযোদ্ধা হিসেবে আমৃত্যু সরকারিভাবে প্রদত্ত মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছেন। মুক্তিযুদ্ধে তার সাহসিকতা ও বীরত্বের বিষয়টি বিগত সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর তরফ থেকে ৫০ হাজার টাকা অনুদান পান।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে নিঃসন্তান সখিনা বেগম বাজিতপুর ও নিকলীর মধ্যবর্তী মুক্তিযোদ্ধাদের ঘোষিত ‘হিলচিয়া মুক্তাঞ্চলে’ মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রাঁধুনির কাজ করতেন। ‘বসু বাহিনী’র নেতৃত্বে পরিচালিত হতো এ ক্যাম্প। ওই সময় এক সম্মুখযুদ্ধে তার মুক্তিযোদ্ধা ভাগ্নে গুরুইয়ের মতিউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। এর পর থেকেই শত্রু নিধনের সংকল্প আঁটেন সখিনা। বিভিন্ন গ্রাম ঘুরে রাজাকারদের খোঁজখবর এনে তিনি ক্যাম্প দিতেন।

একবার হানাদার বাহিনীর হাতে ধরা পড়লেও তিনি কৌশলে পালিয়ে আসেন। পরবর্তী সময়ে নিকলীতে সংঘটিত আরেক সম্মুখযুদ্ধে সখিনা দা দিয়ে একাধিক রাজাকারকে কুপিয়ে হত্যা করেন। সূত্রগুলো জানায়, সখিনার ব্যবহৃত রাজাকার বধ করা সেই দা’টি ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। সেখানে নামফলকে সখিনা বেগমের নাম রয়েছে। একাত্তরে অসম সাহসী ভূমিকা ও রণাঙ্গনে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাঁকে বীর মুক্তিযোদ্ধা খেতাবে ভূষিত করা হয়।

শেষ বয়সে সখিনা বেগমকে দেখাশোনা করতেন বরমাইপাড়া গ্রামের ভাগ্নি সম্পর্কিত ফাইরুন্নেছা আক্তার। তিনি বলেন, ‘তাকে আমরাই সেবা-যত্ন করেছি। মুক্তিযুদ্ধের পাঁচ বছর পর থেকেই আমার কাছেই ছিলেন তিনি। আমাকে সঙ্গে করে নিকলী সদরে নিয়মিত গিয়ে মুক্তিযোদ্ধা ভাতা তুলেছেন। আমার হাতেই তার মৃত্যু হয়েছে।’

নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাম্মেল হক আবীর বলেন, ‘সখিনা বসু বাহিনীর সদস্য ছিলেন। স্থানীয়ভাবে প্রশিক্ষণ নিয়ে নিকলী, বাজিতপুর ও কিশোরগঞ্জ এলাকায় যারা মুক্তিযুদ্ধ করেছেন, সখিনা খালা তাদের সাথেই ছিলেন। তার হাতে সব সময় একটি দা থাকত। শুনেছি এ দা দিয়ে তিনি কয়েকজন রাজাকারকে কুপিয়ে মারেন। খুবই দুঃসাহসী ছিলেন। তাই তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি, সম্মাননা ও সবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us