Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

গাবতলীতে মেশিন ছাড়াই ভূগর্ভস্থ পানি উঠছে

 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে মেশিন ছাড়াই ভূগর্ভস্থ পানি উঠছে। মাটির ২৬০ ফুট গভীর থেকে মেশিন ছাড়াই পানি উঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে।

জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামের মৃত জোব্বার ফকিরের ছেলে জাবেদ আলী ফকির (৫৫) গাবতলীর উনচুরখী গ্রামে টিউবওয়েল মিস্ত্রী হারেজকে দিয়ে বাড়ির জন্য সাবমার্সিবল পাম্প বসানোর জন্য কাজ করাচ্ছিলেন। কাজের শেষ প্রান্তে ৩ ইঞ্চি ব্যাসের পাইপ বসিয়ে তাতে সাবমার্সিবল পাম্প নামিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

গত ২৫ জুন সকাল ৯টায় মিস্ত্রী হারেজ সাবমার্সিবল পাম্প নামিয়ে চালু করার কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায়। বেলা ১১টায় ৫ মিনিট পানি উঠার পর বিদ্যুৎ বন্ধ করে দিলে ওই অবস্থায় পাইপ দিয়ে উপর দিকে পানি উঠতে থাকে। এরপর গত ২৮ জুন শুক্রবার সকালে সাবমার্সিবল পাম্প তুলে নিলে ওই পাইপ দিয়ে পানি আসতে থাকে।

গত দুই দিন ধরে থেমে থেমে পানি উঠছে। পানি উঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকার লোকজন অলৌকিক ঘটনা বলে মনে করছেন।

এ ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জানান, এই অঞ্চলের ভূগর্ভস্থ মাটির কাঠামো একেক স্থানে একেক রকম। পানির স্তরও একেক স্থানে একেক রকম। কোথাও পানির উদ্ধমূখি চাপ আছে, গ্যাসের মত। এটা আবার কিছু দূরে নাও হতে পারে। তিনি আরও বলেন, এটা অস্বাভাবিক কিছু নয়। শেরপুর নিউজ ডেস্ক:

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us