শেরপুর নিউজ ডেস্ক :
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাবনা থেকে রংপুর যাওয়ার পথে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বগুড়ায় যাত্রা বিরতি করেন। ঢাকার মহাসমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত জামায়াত নেতার পরিবারের সাথে সাক্ষাত শেষে রংপুরের আরেক জামায়াত নেতার শোকার্ত পরিবারের সাথে সাক্ষাত করতে যাওয়ার পথে তিনি বগুড়ায় যাত্রা বিরতি করেন। এদিন বিকেলে হোটেল মম ইনের হেলিপ্যাডে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করলে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
এ সময় বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ব্যবসায়ী নেতা সেলিম রেজাসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমিরে জামায়াত হেলিকপ্টর থেকে নেমে সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় শিশুরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। সেই সাথে টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমও জামায়াত আমিরকে অভ্যর্থনা জানান।