সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া-৬ সদর আসনের সাবেক এমপি রিপু কারাগারে

বগুড়া-৬ সদর আসনের সাবেক এমপি রিপু কারাগারে

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে একাধিক হত্যা মামলার আসামি রিপুকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রিপুকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আওয়ামী লীগ নেতা রিপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার সাবেক সংসদ সদস্য রিপুকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর একটি দল সাবেক সংসদ সদস্য রিপুকে গ্রেপ্তার করে। এর আগে ৪ ও ৫ আগস্ট বগুড়া শহরের শিববাটি এলাকায় তার বাসায় দুই দফা ভাঙচুর করে আগুন দেয় জনগণ। ৪ আগস্ট থেকেই তিনি সপরিবারে আত্মগোপন করেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ চাল ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় মূল্য তালিকা না থাকা, অধিক মুনাফায় চাল বিক্রি, পাকা রশিদ না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =

Contact Us