Home / বগুড়ার খবর / বগুড়ায় সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

বগুড়ায় সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

 

বগুড়ায় মাঝিরা সেনানিবাসে মঙ্গলবার সকালে আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর ৮৫তম সাঁজোয়া রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: খালেদ আল মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। এছাড়াও আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত ছিলেন। তিনি নবীন সৈনিকদের দেশ মাতৃকার কল্যাণে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে বগুড়া এরিয়ার সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে মোট ২৩১ জন রিক্রুট অংশগ্রহণ করেন। অস্থায়ী নং ৮৬০২ রিক্রুট মো: মেহেদী সর্ব বিষয়ে সেরা হওয়ায় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে নির্বাচিত হয়। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Check Also

পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্রের সম্মাননা প্রদান

শেরপুর নিউজ ডেস্ক: কবি সম্মেলনের শেষ দিনে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ জন বিশিষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 13 =

Contact Us