Bogura Sherpur Online News Paper

বিনোদন

হারিয়ে যাচ্ছেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম

শেরপুর ডেস্ক: দেশীয় সিনেমা, নাটক, বিজ্ঞাপনচিত্রের অন্যতম সুন্দরী নায়িকা, অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ সিনেমা হিট হওয়ার পর এই নায়িকাকে নিয়ে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। যদিও কাজের কাজ কিছু হয়নি।

নায়িকার পরবর্তী সিনেমা ‘দামাল’ ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। ‘পরাণ’ সিনেমার সফলতার পেছনে মিমের ভূমিকা ছিল ব্যাপক। তার সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। কিন্তু সেই মিমকে আর সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। নায়িকা তার ক্যারিয়ার কোন দিকে নিতে চাইছেন, তা তিনি ছাড়া আর কেউই জানেন না।

এদিকে শরিফুল রাজ ও পরীমণির বিচ্ছেদের আগে মিমকে কেন্দ্র করে তারকা দম্পতির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমেও দুজনে প্রকাশ্যে লড়াইয়ে মেতে উঠেছিলেন। শেষ পর্যন্ত রাজ-পরীর বিচ্ছেদের মধ্যে দিয়ে সেই বিতর্কের সমাপ্তি ঘটেছে।

মিম নাটকেও বেশ আলোচিত নাম ছিলেন; কিন্তু সেখানেও থিতু হননি। সিনেমায় অপার সম্ভাবনা থাকলেও নিজের খেয়ালে চলা মিমের বড় পর্দায় কাজ ও সাফল্য দুটিই কম। এ ছাড়া বিজ্ঞাপন ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও তার বেশ কদর আছে। ব্যক্তিজীবনে ২০২২ সালের ৪ জানুয়ারি বিয়ে করেছেন। স্বামী-সংসার নিয়ে সুখেই দিন কাটছে তার। সম্প্রতি ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় কাজ করেছেন এই নায়িকা। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করছেন শহীদুল্লা কায়সার ও পান্না কায়সার দম্পতির মেয়ে শমী কায়সার। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মিম। অন্যদিকে শহীদুল্লা কায়সারের চরিত্রে রয়েছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us