Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

 

শেরপুর নিউজ ডেস্ক:

ইসরায়েলের দ্বিতীয় দফা আক্রমণের জবাবে এবার দেশটির সামরিক ও বিমান ঘাঁটিগুলোতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শুক্রবার (১৩ জুন) রাতে এ হামলা চালানোর কথা জানিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘ট্রু প্রমিস ৩’ নামের এ অভিযান শুরু হয়েছে। ইসরায়েলের তেল আবিব মহানগর এলাকায় রকেট হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। মাগেন ডেভিড অ্যাডম-এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই মুহূর্ত পর্যন্ত তেল আবিব এলাকায় হামলার খবর পাওয়া সাতটি স্থানে আমাদের দল পাঠানো হয়েছে উদ্ধার কাজের জন্য।’

ওদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, অন্তত দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে এই দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবিসি লিখেছে, পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। উত্তেজনা ক্রমশ বাড়ছে। তেল আবিবের আকাশে ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে।

ইসরায়েলের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, ইরান বাস্তবিকই ইসরায়েলের ক্ষতি করতে পারে। সেটি যে সম্ভব হতে পারে তার প্রথম লক্ষণ এই ক্ষেফণাস্ত্র হামলা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে তাদের হামলা কয়েকদিন ধরে চলতে পারে। ইরানে শুক্রবার ভোররাতে বিভিন্ন স্থানে দফায় দফায় হামলার পরদিন দুপুরে ইসরায়েল দেশটিতে দ্বিতীয়বারের মতো কয়েকদফা হামলা চালায়।

ইরান প্রথমদফা ইসরায়েলি হামলার পরই এর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল। এরপর থেকে ঘণ্টায় ঘণ্টায় দুই দেশের মধ্যে সংঘাত কেবল বাড়ছে।

ইসরায়েল অঁটঘাট বেঁধে পরিকল্পনা করেই ইরানে হামলা চালানো শুরু করেছে সেটি স্পষ্ট। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা পুরোপুরি নস্যাৎ করতেই ইসরায়েলের এই হামলা। কিন্তু ইসরায়েলে হামলা শুরু করে ইরান দেখিয়ে দিয়েছে তারা এখনও পাল্টা আঘাত হানার ক্ষমতা রাখে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us