Bogura Sherpur Online News Paper

বিনোদন

চলচ্চিত্রে এবার একসঙ্গে নিরব-ইধিকা

 

শেরপুর নিউজ ডেস্ক:

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের। এরপর শরীফুল রাজের সঙ্গে। সর্বশেষ বরবাদ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন। এবার ইধিকাকে দেখা গেল চিত্রনায়ক নিরবের সঙ্গে।

তপ্ত মরুর বুকে তৃষ্ণার্ত ইধিকার পিপাসা মেটালেন নিরব। তারপর দু’জনের নাচানাচি। এটি অবশ্য সিনেমায় নয় একটি বিজ্ঞাপনচিত্রে। অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীর বিজ্ঞাপনে তাদের দেখা যাচ্ছে তাদের।

এরইমধ্যে ওভিসি আকারে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে। বিজ্ঞাপনচিত্রে সোমেশ্বর অলির লিরিক্সে আলভীর সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন আলভী এবং সিঁথি। চিত্রনায়ক নিরব বলেন, আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি দুবাইর মরুভূমিতে। আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইধিকা পাল। তার সঙ্গে কাজ করাটা ভালো একটি অভিজ্ঞতা।

বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, তপ্ত মরুরবুকে গাড়ি নষ্ট হয়ে বিরক্ত ইধিকা। জেমসবন্ড স্টাইলে নিরব পাশ দিয়ে যেতেই চোখ আটকে যায় সুন্দরী ইধিকার দিকে। মুহূর্তে দ্বিতীয়বার চিন্তা না করেই কোমল পানীয় ছুঁড়ে দেন। তা পান করে তপ্ত মরুতেই প্রশান্তির ঝড়ে আবেশ ছড়ান এই জুটি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us