শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে বিপুল-উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮জুন) সকাল এগারো টায় উপজেলা ভূমি অফিস প্রাঙণে বেলুন উড়িয়ে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিমের সভাপতিত্বে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কেএম ওবায়দুর রহমান, সীমাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম, উলিপুর আমেরিয়া সমতুল্লা মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল হাই বারী, ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, পিয়ার হোসেন পিয়ার, জাহিদুর ইসলাম, জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
Check Also
শেরপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানায় দায়ের হওয়া একটি রাজনৈতিক সহিংসতার মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের …