সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় যৌথ অভিযানে ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার

বগুড়ায় যৌথ অভিযানে ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার

 

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শহরের সেউজগাড়ী পালপাড়াস্থ আসামীর বাড়ির ঘর থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ মোছা. তাসলিমা বেগম(৩৮), ও তার ছেলে মো. নয়ন আকন্দ ওরফে আশিক (২৫) কে গেপ্তার করা হয়।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক রাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তর ও সেনাবাহিনী রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সেউজগাড়ি পালপাড়াস্থ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলমের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মাদককারবারি আলম পালিয়ে গেলেও তার স্ত্রী তাসলিমা ও ছেলে আশিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Check Also

ধুনটে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  ধুনট (বগুড়া) সংবাদদাতা : ধুনটে আজিরন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =

Contact Us