সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা টাইগারদের

জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা টাইগারদের

শেরপুর ডেস্ক : টাইগারদের দুর্দান্ত বোলিংয়ের পর একদিকে বৃষ্টির বাগড়া অন্যদিকে রোডেশিয়ান ফিল্ডারদের বাজে ফিল্ডিংয়ে শুক্রবার (৩ মে) প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। টস জিতে নাজমুল হোসেন শান্ত সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বাজে শট খেলে উইকেট বির্সজন দিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা।

দেড় বছর পর জাতীয় দলে ফিরে শুক্রবার ১৫ রানে ৩ উইকেট তুলে নেন সাইফউদ্দিন। দিনের শুরুতে রোডেশিয়ানদের শিবিরে প্রথম আঘাত হানেন শেখ মেহেদী হাসান। জিম্বাবুয়েকে ১২৪ রানে থামিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখেন দুই টাইগার পেসার এবং স্পিনার শেখ মেহেদী। ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ ১৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। শেখ মেহেদী ১৬ রানের বিনিময়ে সংগ্রহ করেছেন ২ উইকেট। দুর্দান্ত বোলিং নৈপুন্য প্রদর্শন করায় ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ।

রোডেশিয়ানদের দেয়া ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এর আগে পাল্টা জবাব দিতে নেমে শুরুটা ভালো করেনি টাইগার ব্যাটাররা। ওপেনার লিটন দাস নিজের ৩য় বলে মাত্র ১ রান নিয়ে সাজঘরে ফেরেন ব্লেসিং মুজাররাবানির বলে। এরপর ঘুরে দাঁড়াতে শুরু করে টাইগাররা। তবে মাঝখানে দু’বার করে আসে বৃষ্টির বাগড়া। তবে ডিএলএস মেথডের দিকে যায়নি কর্তৃপক্ষ। বৃষ্টি শেষেই সাজঘরে ফিরতে হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। অধিনায়ক ২১ রানের মাথায় সাজঘরে ফেরেন লুক জঙ্গুয়ের বলে শন উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে। এদিন অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। অপর প্রান্তে তাওহিদ হৃদয় ৩৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে শুক্রবার রোডেশিয়ানদের ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। তবে শান্ত বাহিনীর কাছে শুরুতেই হোঁচট খেতে হয় সিকান্দার রাজার সতীর্থদের। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে।

ওপেনার ক্রাইজ আর্ভিন নিজের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন মেহেদি হাসানের বলে। এরপর আরেক ওপেনার জয়লর্ড গাম্বিকে সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন। ১৪ বলে চারটি বাউন্ডারিতে এই ওপেনার হাকান ১৭ রানের ইনিংস। এর পর রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন ব্রায়ান বেনেট ১৬ রানের ইনিংস খেলে। অধিনায়ক সিকান্দার রাজা এবং সেইন উইলিয়ামস সাজঘরে ফেরেন শুন্য হাতে। ব্যাটারদের এমন নাজেহাল অবস্থা দেখে মনে হয়েছিল হয়তো অর্ধশতকের আশেপাশে থেমে যাবে জিম্বাবুয়ে।

তবে রোডেশিয়ানদের হয়ে বেশ শক্ত হাতে ঘুরে দাঁড়ান উইকেট-কিপার ব্যাটার ক্লাইভ মাডানডে। ব্যাট হাতে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তাসকিন আহমদের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে। জিম্বাবুয়ের হয়ে ঘুরে দাঁড়ানো আরেক ব্যাটার ওয়েলিংটন মাসাকাজা। ব্যাট হাতে তিনি হাঁকান ৩৮ বলে ৩৪ রানের ইনিংস। তবে তাকে সাজঘরে ফিরতে হয় সাইফুদ্দিনের বলে। ক্লাইভ মাডানডে ও ওয়েলিংটন মাসাকাজার ব্যাটে সবশেষ বাংলাদেশকে ১২৪ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে।

টাইগারদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া মেহেদি হাসান নিয়েছেন দুটি উইকেট।

Check Also

অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

  শেরপুর ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ইনজুরির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Contact Us