Home / বগুড়ার খবর / শেরপুরে গাড়ীদহ নারী কল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে গরু বিতরণ

শেরপুরে গাড়ীদহ নারী কল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে গরু বিতরণ

শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা গাড়ীদহ নতুনপাড়া নারী কল্যাণ সমিতির উদ্যোগে হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বুধবার বিকেলে শাজাহানপুর উপজেলার ডেমাজানিসহ আশপাশের গ্রামের হতদরিদ্র ছয়টি পরিবারের মাঝে এসব গরু বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বিমান। সংস্থার নির্বাহী পরিচালক শামছুন্নাহারের সঞ্চালনায় ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হোসাইন মোঃ রাকিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা ও গাড়ীদহ নতুনপাড়া নারী কল্যাণ সমিতির প্রকল্প পরিচালক আব্দুস সামাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবকসহ নানা শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে প্রধান ও আমন্ত্রিত অতিথিরা হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বকনা গরু বিতরণ করেন।

Check Also

বগুড়ায় জনসমাবেশ উপলক্ষে শেরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =

Contact Us