সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত

দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তছলিম উদ্দিন (৪৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের সাইফুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪০)।

থানা সূত্রে জানা যায়, সকাল ৬টায় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নওগাঁগামী দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকে থাকা গরুর রাখাল তছলিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অপর রাখাল আশরাফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের আবেদ‌নের প্রেক্ষি‌তে লাশ তা‌দের‌ কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। কোনো অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

নন্দীগ্রামে খাবার হোটেলের ম্যানেজারকে অর্থদন্ড

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনা করার অপরাধে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

Contact Us