Bogura Sherpur Online News Paper

রাজনীতি

লন্ডনে বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক:

 

‘গণতন্ত্রের উত্তরণ ঠেকাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁদ পাতা হচ্ছে। আমাদের উসকানো হচ্ছে যেন আমরা সংঘাতে জড়াই। কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেবে না,’ বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। স্মরণসভাটি জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘দেশ এখন ফ্যাসিস্টমুক্ত হওয়ার পথে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্রের উত্তরণ যাতে না হয়, সেই চেষ্টাই চলছে।’

তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ভাষায় আক্রমণ চালানো হচ্ছে। ‘এগুলো হচ্ছে ভয় থেকে। তারেক রহমান এখন জাতীয় নেতায় পরিণত হয়েছেন—তাই আতঙ্ক ছড়ানো হচ্ছে,’ বলেন ফখরুল।

তিনি দাবি করেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। ‘নির্বাচন ঠেকাতে নতুন করে গোলমাল তৈরি করা হচ্ছে,’ যোগ করেন তিনি।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘ধৈর্য হারাবেন না, উত্তেজিত হবেন না। আমরা একটি গণতান্ত্রিক, সমতার বাংলাদেশ গড়তে চাই। কারও উসকানিতে পা দেবেন না।’

স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘যাদের ভবিষ্যৎ নেই, তারাই নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র করছে।’ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গোপালগঞ্জের ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং ঠান্ডা মাথায় পরিকল্পিত। নির্বাচন পেছাতে এসব হচ্ছে।’

সভায় আরও বক্তব্য দেন বিএনপির নেতারা আসাদুজ্জামান খান রিপন, আমানউল্লাহ আমান, কামরুজ্জামান রতন, রফিকুল ইসলাম, এ বি এম মোশাররফ হোসেন, আজীজুল বারী হেলাল, আমিরুল ইসলাম খান প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। শুরুতে জুলাই–আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us