শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনের প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কানাডার মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
কানাডার হাইকমিশনার সাম্প্রতিক সময়ে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, “সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” এ সময় তিনি একটি শক্তিশালী ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে কানাডার সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের বিচার বিভাগকে মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “চব্বিশের জুলাই বিপ্লবের পর আইন ও বিচারব্যবস্থায় যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা অব্যাহত রাখতে সুপ্রিম কোর্ট বদ্ধপরিকর।” তিনি দুই দেশের বিচার বিভাগীয় সম্পর্ক আরও দৃঢ় করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন।
এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।