শেরপুর নিউজ ডেস্ক:
নতুন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আর উন্নত করতে কাজ করবেন। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক সাক্ষাৎ দুটি অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের আগ্রহের দিকগুলো নিয়ে আলাপ করেন। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রসচিব নতুন রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত আবদুল্লাহ গত বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র হস্তান্তর করেন।