Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন হামজারা

শেরপুর নিউজ ডেস্ক:

ইউরোপের সাতটি দেশকে প্রীতি ম্যাচের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এমনকি শ্রীলঙ্কাও বাংলাদেশকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো প্রস্তাবই বাস্তব রূপ নেয়নি। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী ও শমিত সোমদের প্রস্তুতির জন্য নেপালকেই প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বাফুফে।

সোমবার (৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এনএফএ)। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি ম্যাচ হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ ও নেপাল।বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপাল রয়েছে ১৭৫ নম্বরে, আর বাংলাদেশ ১৮৩তম অবস্থানে। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ২৮টি ম্যাচ হয়েছে, যেখানে বাংলাদেশ ১৪টি জিতেছে, ৯টিতে হেরেছে, আর ৫টি ম্যাচ হয়েছে ড্র।

বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ দুটি হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর ঢাকায় প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, আর ফিরতি লড়াই ১৪ অক্টোবর হংকংয়ে। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচই মূল প্রস্তুতি হিসেবে দেখছে হাভিয়ের কাবরেরার দল।

এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের এখন পর্যন্ত সংগ্রহ ২ ম্যাচে ১ পয়েন্ট। ভারতের সঙ্গে ড্র ও সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে হারের ফলে বাংলাদেশ রয়েছে গ্রুপের তিন নম্বরে। ৪ পয়েন্ট করে নিয়ে সিঙ্গাপুর ও হংকং আছে শীর্ষ দুটি স্থানে। ভারতের পয়েন্ট বাংলাদেশের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা আছে সবার নিচে।ফলে বাছাইপর্বে বাংলাদেশের বাকি ম্যাচগুলো কার্যত ‘অলিখিত ফাইনাল’ হয়ে উঠেছে। এ অবস্থায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচগুলো কেবল প্রস্তুতি নয়, আত্মবিশ্বাস ফেরানোরও বড় সুযোগ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us