Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজও জিতে নিল পাকিস্তান

শেরপুর নিউজ ডেস্ক:

ফিফটি ছোঁয়ার পরপরই আউট হয়ে গেলেন তানজিম হাসান সাকিব। তার আউটে শুধু ম্যাচ নয় বাংলাদেশের বিপক্ষে সিরিজও জিতে নিল পাকিস্তান।

২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৪৪ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। বোলিংয়ের সময় চোট পাওয়ায় ব্যাট হাতে আর নামেনি শরিফুল। আর তাতেই ১৪৪ রানেই ইনিংস শেষ হয় বাংলাদেশের।

আগের ম্যাচের সমান টার্গেট পেয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারে ৩২ রান তুলে নিয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। এর মধ্যে ১৩ বল (‘নো’ ডেলিভারিসহ) খেলে ২৯ রানই তানজিদ হাসানের।

কিন্তু সেই শুরুটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৪৪ রানে ইমন আউট হওয়ার পর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৭৭ রানের মধ্যে হারায় ৭ উইকেট। এরমধ্যে তানজিদ তামিম করেন ১৯ বলে ৩৩ রান। আর মিরাজ করেন ২৩ রান। এরপর বোলার সাকিবের ৫০ রান শুধু কমিয়েছে হারের ব্যবধান।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বিশতম ওভারের শেষ বলে তানজিম হাসানের বলে হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন ফাহিম আশরাফ। শেষ বলের মতো ম্যাচের প্রথম দিকেও ভালো করতে পারেনি পাকিস্তান। তবে মাঝের পুরো সময়টায় দাপট দেখিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরাই। ২০ ওভার শেষে পাকিস্তানের রান ৬ উইকেটে ২০১। এর আগে বুধবার সিরিজের প্রথম টি–টোয়েন্টিতেও ২০১ রান করেছিল পাকিস্তান।

আজ পাকিস্তানের হয়ে রান করেছেন তিনজন। ফখর জামানের জায়গায় খেলা সাহিবজাদা ফারহান খেলেছেন ৪১ বলে ৭৪ রানের ইনিংস। ৬ ছক্কা আর ৪ চারে খেলা ইনিংসটির পথে অবশ্য দুবার ক্যাচ দিয়ে বেঁচেছেন তিনি।

দ্বিতীয় উইকেটে ফারহানের সঙ্গে ১০৩ রানের জুটিতে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ হারিস। ২৫ বলে ৪১ রান করেছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। আর শেষ দিকে পাকিস্তানকে দুই শ পার করানোতে মূল ভূমিকা হাসান নওয়াজের। ২৬ বলের ইনিংসে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি।

বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান। আরেক পেসার শরীফুল ইসলাম অবশ্য মাত্র তিন বল করার পর চোটের কারণে মাঠ ছেড়ে গেছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us