শেরপরু নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম এর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই ) দুপুর ১টার দিকে আড়িয়া বাজার এলাকায় মহাসড়েকর পার্শ্বে বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক এবং স্থানীয় সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন করেন।
মানববন্ধনে দুবলাগাড়ী কলেজের প্রভাষক আব্দুর রহিম, নগর শাহ মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক মারুফ হোসেন, ইব্রাহীম, ফাতেমা খাতুন, জুলফিকার রায়হান,লিলি খাতুন, ডেমাজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক আজিজুল হক, স্থানীয় অভিভাবক আব্দুল মান্নান,শাহীন আলম সহ বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান শিক্ষক মোনায়েম এর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে স্লোগান দেন।