Bogura Sherpur Online News Paper

বিনোদন

অভিনেত্রী রুনা খানের ‘নীলপদ্ম’ জাপানে পুরস্কৃত

 

শেরপুর নিউজ ডেস্ক :

রুনা খান একজন প্রতিভাবান বাংলাদেশি অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা। টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পুরস্কার জিতলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌফিক এলাহির ছবি ‘নীলপদ্ম’। রুনা খান অভিনীত ছবিটি এই আন্তর্জাতিক উৎসবে ‘বেস্ট ফিচার ফিল্ম’-এর পুরস্কার অর্জন করে। পুরস্কার প্রাপ্তির পর এর নির্মাতা তৌফিক এলাহি বলেন, টোকিও লিফট অফ ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিল, জুরিরা সিনেমাটিকে নানাভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম। কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটা ভাবিনি।’ উচ্ছ্বাস প্রকাশ করে এলাহি বলেন, নীলপদ্ম আমার গবেষণাধর্মী নির্মাণ। ছবিটি সম্প্রতি টোকিও লিফট অব উৎসবে পুরস্কৃত হয়েছে, উৎসব কর্তৃপক্ষ আমাকে ইমেইল যোগে আগেই বিষয়টি জানিয়েছেন, কিন্তু ইমেইল চেক করতে দেরি হলো বলে আজ বিষয়টি জানতে পারি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এটি শুধু আমার একার প্রাপ্তি নয়; এই ছবির আর্টিস্ট, কলাকুশলী এবং ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।’ দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘নীলপদ্ম’র, চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হয় ছবিটি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us