ধুনট (বগুড়া) সংবাদদাতা : ধুনট উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধৃত সেলিম উপজেলার প্রতাব খাদুলী গ্রামের মালেক উদ্দিনের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মথুরাপুর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি। এর আগে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রতাব খাদুলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই কর্মী সভায় ককটেল হামলা চালিয়ে ভাংচুর করে।
এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে ২৬ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।


Users Today : 96
Users Yesterday : 150
Users Last 7 days : 2692
Users Last 30 days : 4749
Users This Month : 2321
Users This Year : 33729
Total Users : 508977
Views Today : 158
Views Yesterday : 282
Views Last 7 days : 3518
Views Last 30 days : 7791
Views This Month : 3032
Views This Year : 100354
Total views : 768562
Who's Online : 1