Bogura Sherpur Online News Paper

অপরাধ জগত

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে গৃহবধূ শিউলি বেগমকে হত্যার দায়ে স্বামী মাসুদ আনছারীকে মৃত্যুদণ্ডেরে আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-১-এর বিচারক আনোয়ারুল হক এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাসুদ আনছারী বগুড়া শহরের নামাজগড় মসজিদের পাশের মৃত মাফুজুল হকের ছেলে।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী উত্তরপাড়া গ্রামের সাহেব আলী সরকারের মেয়ে শিউলি বেগমের সঙ্গে আসামি মাসুদ আনছারীর বিয়ে হয়। বিয়ের পর আসামি মাসুদ আনছারী ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। পরে যৌতুকের দাবির সেই টাকা না পেয়ে মাসুদ তার স্ত্রী শিউলী বেগমকে ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মারধর করে। পরে আহত শিউলি বেগম তার স্বামীর বাড়িতেই ২৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় মারা যায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট কারিমুল ইসলাম বকুল বলেন, নিহত গৃহবধূর শিউলির মা বুলি বেওয়া বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us