Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

প্রথম বাংলাদেশী অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি শান্তর

শেরপুর নিউজ ডেস্ক: অপেক্ষাটা বৃষ্টি নামার সময় থেকেই ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। বৃষ্টি সে অপেক্ষাটা বাড়িয়েইছিল কেবল। তবে সে অপেক্ষা শেষ এখন। সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। আর তাতেই তিনি ঢুকে পড়েছেন অনন্য এক ক্লাবে, যেখানে আছে ডন ব্র্যাডম্যান, অ্যালান বোর্ডার, ইনজামাম উল হক, রিকি পন্টিং, বিরাট কোহলিদের নাম।

প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত করে ফেলেছিলেন ১৪৮ রান। এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিলেন তিনি।এই সেঞ্চুরি করতে তিনি খেলেছেন ১৯০ বল। এই ইনিংস খেলতে গিয়ে সেঞ্চুরির আগ পর্যন্ত তিনি ৪ হাঁকিয়েছেন ৯টি।

বাংলাদেশ ইনিংসের ৮৫তম ওভারে থারিন্দু রত্নায়েকেকে প্যাডেল সুইপ করে সেঞ্চুরির দেখাটা পান তিনি। বাংলাদেশের হয়ে তাতে ইতিহাসই গড়ে ফেলেছেন শান্ত। প্রথম বাংলাদেশী অধিনায়ক হিসেবে তিনি করলেন জোড়া সেঞ্চুরি।

শুধু ব্যাটার হিসেবে জোড়া সেঞ্চুরির দেখা বাংলাদেশের হয়ে পেয়েছেন দুজন। শান্ত এই কীর্তিটা আগেও দেখিয়েছিলেন, ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন জোড়া সেঞ্চুরি। এর আগে মুমিনুল হক প্রথম বাংলাদেশি হিসেবে গড়েছিলেন এই কীর্তিটা। ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই গড়েছিলেন কীর্তিটা। এবার শান্ত করে দেখালেন অধিনায়ক হিসেবেই।

এই কীর্তিটা গড়ে তিনি নাম লিখিয়েছেন ডন ব্র্যাডম্যান, অ্যালান বোর্ডার, ইনজামাম উল হক, রিকি পন্টিং, বিরাট কোহলিদের ক্লাবে। অধিনায়ক হিসেবে এ পর্যন্ত টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ছিল ১৬ জনের। এই ১৬ বারের ভেতর ২ বার কীর্তিটা গড়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে।

২০১৩ সালে ব্রেন্ডন টেলর জোড়া সেঞ্চুরি করেছিলেন। এরপরও ২০২৪ সালে এই শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাই গড়েছিলেন কীর্তিটা। সে দুঃস্মৃতিটা এবার শ্রীলঙ্কাকেই ফেরত দিল বাংলাদেশ, নাজমুল হোসেন শান্তর কল্যাণে।

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us