শেরপুর নিউজ ডেস্ক: ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। তিনি বলেছেন, নতুন করে আরও সামরিক হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব গুতেরেস এসব কথা বলেন। ওই বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের নতুন মাত্রায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। মধ্যপ্রাচ্যে আরও সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সংঘাত যেন আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে না পড়ে, সেজন্য আমি সবাইকে জোরালোভাবে সতর্ক করছি।’
গুতেরেস আরও বলেন, যেকোনো নতুন সামরিক হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শুধু সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য নয়, পুরো অঞ্চল এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।