ধুনট ( বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার ধুনট বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ গ্রহণসহ পৌরসভার ৩৫ লাখ টাকা ব্যয়ে সিঙ্গেল স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সরকারি সফরে এসে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে এইচএসসি পরীক্ষা কেন্দ্র, ধুনট থানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে উপজেলা প্রশাসনের আরও কয়েকটি কর্মসূচিতে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক। কর্মসূচির মধ্যে মতবিনিময়, সমৃদ্ধ জনপদ ধ্রুপদি ধুনট গ্রন্থের মোড়ক উম্মোচন, অনুরণন উন্মোক্ত মঞ্চ উদ্বোধন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, ব্রেঞ্চ, ক্রিড়া সামগ্রী বিতরণ ও সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থসহ ঢেউটিন বিতরণ করেন।
এসময় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, সরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।