শেরপুর নিউজ ডেস্ক:
‘তোমাকে মুক্তি দিলাম’—স্বামীর মোবাইলে এমন একটি মর্মান্তিক ম্যাসেজ পাঠিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতী (২৩) নামের এক গৃহবধূ। রোববার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের শালুকগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর সময় তার ঘরে ছিল ৩ বছর বয়সী একমাত্র শিশু কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতীর স্বামী শফিকুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। জান্নাতী ছিলেন তার প্রথম স্ত্রী। পরে শফিকুল দ্বিতীয় বিয়ে করলে পারিবারিক কলহ শুরু হয়। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়েন জান্নাতী।
রোববার সন্ধ্যায় স্বামী শফিকুল ইসলামের মোবাইলে ‘তোমাকে মুক্তি দিলাম’ লেখা একটি ম্যাসেজ পাঠান জান্নাতী। সে সময় শফিকুল বাড়িতে ছিলেন না, তিনি ছিলেন আড়িয়া বাজারে। ম্যাসেজটি দেখে তার সন্দেহ হয় এবং দ্রুত বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে জান্নাতীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গৃহবধূর মৃত্যুর কারণ জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।