Bogura Sherpur Online News Paper

বিনোদন

শুটিংয়ে গিয়ে নিখোঁজ মডেল শীতলের মরদেহ মিলল খালে

 

শেরপুর নিউজ ডেস্ক:

ভারতের হরিয়ানায় মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর শীতল (২৩) নামে এক মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার হরিয়ানার সোনিপাতের খরখোদা এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

নিখোঁজের একদিন পর শীতলের বোন নেহা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ২৩ বছর বয়সী এই মডেল ১৪ জুন আহার গ্রামে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে গিয়েছিলেন, এরপর থেকে তার সাথে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।

বোনের মরদেহ উদ্ধারের পর নেহা শীতলের প্রাক্তন বন্ধু সুনীলের দিকে অভিযোগের তীর ছুড়েছেন এবং দাবি করেছেন যে সে এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

পুলিশ শীতল মডেলের মরদেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠিয়েছে এবং ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

পেশায় মডেল শীতল হরিয়ানার সঙ্গীত জগতের সাথেও যুক্ত ছিলেন এবং মাত্র ছয় মাস আগে তার সঙ্গীত জগতে যাত্রা শুরু হয়েছিল।

উল্লেখ্য, গত সপ্তাহেই কমল কৌর নামে এক ইনফ্লুয়েন্সরের মরদেহ পাঞ্জাবের একটি গাড়ি পার্কিং এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। পরপর এমন ঘটনা ঘটায় রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us