Bogura Sherpur Online News Paper

জাতীয় খবর

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধনে লাগবে গণভোট: আলী রীয়াজ

 

শেরপুর নিউজ ডেস্ক :
তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ জানান, ‘সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদগুলোতে সংশোধন আনতে গণভোট অপরিহার্য। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার গঠনে মূলত দলগুলোর ভিন্নমত নেই। তবে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে এখনো পদ্ধতিগত বিষয়ে ঐক্য হয়নি। বিষয়টি নিরসনে রাজনৈতিক দলগুলো কমিশনকে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দিয়েছে।’

কমিশন এখন দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করে এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে শিগগির একটি মতামত দেবে বলেও জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘প্রধান উপদেষ্টা কীভাবে নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়ে আশা করছি আগামী সপ্তাহে একটা সমাধানে পৌঁছানো যাবে। কারণ কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us