শেরপুর নিউজ ডেস্ক: চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার (১০ জুন) বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানীর পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার লবনযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছেন। সেক্ষেত্রে লবনযুক্ত চামড়ার দাম নির্ধরিত মূল্যের চেয়ে বেশি পাবেন বলে প্রত্যাশা করেন তিনি।
তিনি আরো বলেন, প্রধান উপদেষ্ঠার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে দেশে প্রথমবার সাড়ে সাত লাখ মন লবন বিনামুল্যে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এসময় উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক সরকার অন্তবর্তী সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো সুদৃঢ় ভিত্তি দান করবেন, মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে আরো বেশি উৎসাহিত হবেন।
বাণিজ্য উপদেষ্টার এই পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা ও জেলা পুলিশ সুপার জেদান আল মুসাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।