Bogura Sherpur Online News Paper

বিনোদন

ঈদে নতুন জামায় মুগ্ধতা ছড়াচ্ছেন মিম

শেরপুর নিউজ ডেস্ক: ঈদে নতুন জামা আর সাজসজ্জায় একটা প্রতিযোগিতা দেখা যায় সাধারণ মানুষদের মাঝে। বিশেষ করে নারীর সাজসজ্জায় থাকে নতুনত্ব। দেশের বিশাল একটা ভক্তের আকর্ষণ থাকে সিনেমার তারকাদের প্রতি।

ঈদে সব সময় নতুন সাজে নিজেকে উপস্থাপন করেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। এবারও বজায় রাখলেন সেই ধারা। ঈদ উদযাপনে ভিন্ন রূপে ধরা দিয়েছেন মিম।

ঈদের দিন সকালে একগুচ্ছ ছবিতে মিমকে দেখা গেছে। তিনি নেভি ব্লু রঙের জমকালো পোশাক পরেছেন। নজরকাড়া ডিজাইনের ওই পোশাক এবং তার স্নিগ্ধ রূপ ভক্তদের মুগ্ধ করেছে। ওই পোশাকে সেজে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মিম।

এদিকে মিমের পোস্টটি দেখে তার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং মন্তব্যের ঘরে তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঢালিউডের অন্য তারকাদের মধ্যে মিম অন্যতম, সর্বদা সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন তিনি। ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও প্রতি বছর রমজান ও ঈদ বিশেষভাবে উদযাপন করেন মিম।

তবে শুধু ঈদে নতুন সাজ এমন নয়। পর্দার পাশাপাশি মডেলিং নিয়েও ব্যস্ত সময় কাটান তারকা। সুযোগ পেলে ভক্তদের মাঝে রীতিমতো মুগ্ধতা ছড়ান তিনি। এমনকি ছুটিতে কোথাও বেড়াতে গেলেও সেখান থেকে আকর্ষণীয় রূপে নিজেকে মেলে ধরেন ভক্তদের কাছে। অনেকটা তাক লাগাতে ভুল করেন না বিদ্যা সিনহা মিম।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us