Bogura Sherpur Online News Paper

দেশের খবর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১ মাসে ৪৩টি গরু চুরি,আতঙ্কে কৃষক-খামারিরা

শেরপুর নিউজ ডেস্ক :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সম্প্রতি গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। মাত্র দেড় মাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে চুরি হয়েছে ৪৩টি গরু। এতে কৃষক ও খামারিদের মাঝে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই রাত জেগে গরু পাহারা দিচ্ছেন। কেউ কেউ আবার চুরি যাওয়া গরু খুঁজতে এলাকাজুড়ে ছোটাছুটি করছেন। খোঁজাখুঁজি ও ছোটাছুটি করে কোন প্রকার কূলকিনারা না পেয়ে থানায় জিডিও করছেন অনেকে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা গ্রাম থেকে ২টি, মোজাফফর পুর গ্রাম থেকে ৬টি, ডুমরাই গ্রামের ৩ কৃষকের খামার থেকে ১৬টি, ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের শফিকুল ইসলাম খানের খামার থেকে ৬টি, একই গ্রামের আর একটি বাড়ি থেকে ১টি, এলাঙ্গী গ্রামের আনোয়ার হোসেনের বাড়ি থেকে ৪টি, সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া গ্রাম থেকে ৬টি ও গোপাল পুর গ্রাম থেকে ২টি গরু চুরি হয়ে যায়। স্থানীয়রা জানান, এসব চুরির ঘটনা ঘটেছে মূলত ১৫ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে।

ডুমরাই গ্রামের আব্দুল কাদের মির্জা, কয়ড়া গ্রামের শফিকুল ইসলাম খান ও এলাঙ্গী গ্রামের আনোয়ার হোসেন বলেন, গরুগুলোই ছিল আমাদের পরিবারের সম্বল। এক রাতেই সবকিছু শেষ হয়ে গেল। থানায় অভিযোগ দিয়েও আজ পর্যন্ত কোন সুরাহা পান নাই বলে আক্ষেপ করেন তারা।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস মারফত জানা যায়, গরু চুরির ঘটনায় কয়েক জন থানায় মামলা ও জিডি করেছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে এবং অভিযান চলমান আছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us