Bogura Sherpur Online News Paper

দেশের খবর

টাইগারের দাম চাচ্ছেন ১ লাখ ৭০ হাজার টাকা!

 

শেরপুর নিউজ ডেস্ক :

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর ভাটারা ১০০ ফিট এলাকার পশুর হাটে হাজির হয়েছে ব্যতিক্রমী এক ছাগল—নাম ‘টাইগার’। প্রায় ১০০ কেজি ওজনের এই ছাগলটি ছোটখাটো গরুর মতো আকৃতির। মালিক সুলতান মাহমুদ ছাগলটির দাম চাচ্ছেন ১ লাখ ৭০ হাজার টাকা।

নওগাঁ থেকে ছাগলটি ঢাকায় এনেছেন সুলতান মাহমুদ। তিন বছর ধরে নিজ বাড়িতে আদর-যত্নে লালন-পালন করা এই ছাগলটির মাথা সাদা-কালো রঙের, গলায় কালো বৃত্ত, আর দেহের সাদা অংশে মেহেদির মাধ্যমে করা হয়েছে রঙিন নকশা। চার পা-ও সাদা-কালো মিশ্রণে রাঙানো। দর্শনার্থীদের নজর কেড়েছে ছাগলটির দুইটি বিশাল লম্বা কানও।

বৃহস্পতিবার (৫ জুন) হাটে গিয়ে দেখা যায়, ছাগলটি ঘিরে উৎসুক জনতার ভিড়। অনেকে ছাগলের সঙ্গে ছবি তুলছেন, ভিডিও করছেন। কেউ কেউ রসিকতা করে বলছেন, “এটা তো ‘ছাগল মতিউর’র থেকেও বড়!”

ছাগলটি দেখতে আসা জুয়েল রানা বলেন, “ছাগল হলেও দেখতে প্রায় গরুর মতো। জীবনে এত বড় ছাগল দেখিনি। ছবি তুলে রাখলাম, বন্ধুদের দেখাব।”

তবে ছাগল নিয়ে মালিক সুলতান মাহমুদের মুখে চিন্তার ছাপ। গত ২৯ মে হাটে এলেও এখনও বিক্রি হয়নি ‘টাইগার’। প্রথম দিকে কয়েকজন ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দাম প্রস্তাব করলেও তিনি প্রত্যাশিত দাম না পেয়ে বিক্রি করেননি।

সুলতান মাহমুদ বলেন, “প্রথমে ভেবেছিলাম দেড় লাখ টাকার ওপর দাম পাবো। তাই ১ লাখ ২০ হাজারে বিক্রি করিনি। কিন্তু এখন কেউ দামই বলছে না। এখন ১ লাখ ৩০ হাজার টাকা পেলেও বিক্রি করে দেবো।”

তিনি জানান, ছাগলটি তাঁর বাড়ির একটি ধাড়ি ছাগলের বাচ্চা। ভুট্টা, অ্যাংকর ডাল ও ভুসি খায় ‘টাইগার’। লাইভ ওজন মেপে দেখা গেছে প্রায় ১০০ কেজি।

এখন অপেক্ষা—ঈদের বাকি সময়ে আদরের ‘টাইগার’ ভালো দাম পায় কি না, সেটিই দেখার।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us