Bogura Sherpur Online News Paper

দেশের খবর

গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলার গাবতলী উপজেলার মো. মোস্তফা কামাল দেশ সেরা প্রাথমিক প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শনিবার (১০ মে) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এই সন্মাননা প্রদান করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকার মাল্টিপারপাস কনফারেন্স হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর বিভিন্ন ক্যাটাগরীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠদের পুরষ্কার প্রদান করা হয়।

শিক্ষার্থীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী এবং প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠান পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই কে শ্রেষ্ঠত্বের পুরষ্কার হিসেবে সনদ পত্র, মেডেল এবং এককালীন অর্থ সম্মাননা প্রদানকরা হয়।

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বগুড়ার গাবতলী উপজেলাধীন পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল স্বপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। উল্লেখ্য তিনি ২০১৩সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়ে পদক পেয়েছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us