Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

নতুন কমিটি পেল শেরপুর সরকারি কলেজ ছাত্রদল

 

শেরপুর নিউজ ডেস্ক :
দীর্ঘ পনের বছর পর নতুন কমিটি পেল বগুড়ার শেরপুর সরকারি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (০৪জুন) সন্ধ্যায় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ চৌদ্দ সদস্য বিশিষ্ট আংশিক ওই কমিটি ঘোষণা করেন। পাশাপাশি আগামি একুশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবগঠিত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে স্থান পেয়েছেন শেরপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সম্রাটের অনুসারি হিসেবে পরিচিত তহিদুল ইসলাম রিফাত। আর সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন জামরুল ইসলাম। এছাড়া কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. লিমন হাসান, সহসভাপতি পদে নাজমুল আলম আকাশ, শাকিল হাসান, মুনতাসির লুবান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মারুফ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হাসান, মোছা. সুমাইয়া খাতুন, মোছা. ফারিয়া আক্তার, মোছা, মেরিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক পদে সৈকত হাসান, দপ্তর সম্পাদক সৌরভ ইসলাম ও প্রচার সম্পাদক পদে শিহাব হোসেন। এদিকে দীর্ঘদিন পর নতুন কমিটি পাওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। তাঁদের দাবি, ঘোষিত ওই কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হয়েছেন। ফলে এবার ছাত্রদল সু-সংগঠিত হবে। ঝিমিয়ে পড়া দলীয় কার্যক্রম গতিশীল হবে। খোঁজ নিয়ে জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের জুলুম-নির্যাতনে ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন দিশাহারা। তাই সংগঠিত হতে পারেননি তাঁরা। যখনই তারা একত্রিত হওয়ার চেষ্টা করেছেন তখনই আওয়ামী লীগ সরকারের প্রশাসন দ্বারা নানাভাবে হয়রানীর শিকার হয়েছেন। কিন্তু গত ৫আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সেই চিত্র পাল্টে গেছে। তাই এখন নির্ভয়ে নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন এবং দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারছেন। এমন পরিস্থিতে বিএনপির দুর্গখ্যাত বগুড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও শক্তিশালী ও দলকে সু-সংগঠিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শেরপুর সরকারি কলেজ শাখা কমিটি ঘোষণাসহ অন্যান্য উপজেলা-পৌর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় দিকনির্দেশনা অনুযায়ী একের পর এক ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হচ্ছে বলে সূত্রটি জানান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us